Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে বিদ্যুতায়িত চলন্ত লঞ্চ, লাফিয়ে পড়ে নিহত স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের গজারিয়ায় চলন্ত লঞ্চ জড়িয়ে পড়লো বিদ্যুতের তারে। এসময় নৌযানে থেকে লাফিয়ে পড়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে।

সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় পাঙ্গাসিয়া খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নিলয় হোগলাকান্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

পিকনিকবাহী নৌযানটি ঝুলন্ত তারের নিচ দিয়ে যাওয়ার সময় সেটি বিদ্যুতের সংস্পর্শে চলে আসে। এতে লঞ্চটি বিদ্যুতায়িত হলে সবাই পানিতে ঝাঁপিয়ে পড়ে। এসময় বাকিরা সাঁতরে উঠতে পারলেও নিলয় পানিতে তলিয়ে যায়।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, দুর্ঘটনার খবর রাত ৯টায় আমাদের কাছে আসে। খবর পেয়ে উদ্ধার অভিযানে যাই। তবে ডুবুরির দল না থাকায় রাতে উদ্ধার অভিযান চালানো যায়নি। ভোর সাড়ে ৫টার দিকে নিলয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

/এডব্লিউ

Exit mobile version