Site icon Jamuna Television

পারফিউম কখন, কোথায়, কীভাবে লাগাবেন?

গরম পড়েছে চরম। তাই বাইরে বের হওয়ার আগে ঘামের দুর্গন্ধের সঙ্গে লড়াই করার জন্য পারফিউম লাগানোটা খুবই জরুরি।

কিন্তু অনেকেরই অভিযোগ, তাদের শরীরে পারফিউম নাকি দীর্ঘক্ষণ থাকে না।

কী করলে দীর্ঘস্থায়ী হবে পারফিউমের সুবাস?

সবচেয়ে বেশিক্ষণ পারফিউমের সুগন্ধ ধরে রাখতে পারে চুল। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। তবে সরাসরি চুলে পারফিউম স্প্রে করবেন না। চিরুনিতে পারফিউম স্প্রে করে তারপরে সেটা দিয়ে মাথা আঁচড়ান।

গলার দু’পাশে পারফিউম লাগাতে পারেন। তাতে গন্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সঙ্গে তীব্রও হবে।

কনুই আর কবজিও পারফিউমের গন্ধ লাগানোর ভালো জায়গা। কারণ দেহের এই অঞ্চলগুলোর উষ্ণতা অন্যান্য জায়গার চেয়ে বেশি।

সম্ভব হলে পারফিউম স্প্রে করুন বুকে। তবে সরাসরি নয় ইঞ্চিদশেক দূর থেকে স্প্রে করুন৷

পারফিউম লাগিয়ে অনেকেই ঘষে ফেলেন। এটা ভুল। পারফিউমকে নিজে নিজে শুকোতে দিন।

পারফিউম লাগানোর আগে শরীরে ময়েশ্চারাইজার মেখে নিন। তাতে গন্ধ দীর্ঘস্থায়ী হয়।

পারফিউম লাগানোর জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে গোসলের পর।

Exit mobile version