Site icon Jamuna Television

জামিন পাননি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি কাশেম-রেহানা

ছবি: সংগৃহীত

অর্থ আত্মসাতের মামলায় জামিন পাননি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের দুই সদস্য এম এ কাশেম ও রেহানা বেগম। তবে তাদের কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ আদেশ দেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে গত ৫ মে মামলা করে দুর্নীতি দমন কমিশন। ৬ জনের মধ্যে চারজন আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন। চার আসামি রেহানা রহমান, এম এ কাশেম, মোহাম্মদ শাহজাহান ও বেনজীর আহমেদ কারাগারে আছেন।

ইউএইচ/

Exit mobile version