Site icon Jamuna Television

আফগানিস্তানকে ১৩৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাটিং বিপর্যয় এড়াতে পারেনি বাংলাদেশ। তবে শেষদিকে আবু হায়দার রনির ঝড়ো ব্যাটিংয়ে ১৩৪ রানে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

এক তামিম ইকবাল ছাড়া এদিনও বলার মতো স্কোর করতে পারেননি বাংলাদেশের কোন ব্যাটসম্যান। সর্বোচ্চ ৪৩ রান আসে তামিমের ব্যাট থেকে। ব্যর্থ ছিলেন সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহ’র মতো অভিজ্ঞরাও। দলীয় ১০৩ রানে ৭ উইকেটের দলে পরিনত হয় বাংলাদেশ। তবে শেষদিকে আবু হায়দার রনির ১৪ বলে ২১ রানের ঝড়ো ইনিংসে ৮ উইকেটে ১৩৪ রানের চ্যালেঞ্জিং পুজি পায় কোর্টনি ওয়ালশ শীষ্যরা। আফগানদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন রাশিদ খান মোহাম্মদ নবীর শিকার ২ উইকেট।

Exit mobile version