Site icon Jamuna Television

বঙ্গোপসাগরে জাল ফেলতেই উঠে এলো ৬০ কেজির শোল মাছ

স্টাফ রি‌পোর্টার, পটুয়াখালী:

পটুয়াখালীতে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের বিশালাকৃতির এক সামুদ্রিক শোল মাছ। মাছটির দৈর্ঘ্য ১০ ফুট।

মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে নয়টায় এ মাছটি আলীপুর মৎস্য বন্দ‌রে নি‌য়ে আসা হয়। মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরের সোনার চর পয়েন্টে বাঁশখালির হাছানুল মাঝির জালে তিন দিন আগে এ মাছটি ধরে পড়ে। মাছটির ওজন বেশি হওয়ায় জালসহ ট্রলারে তুলতে অনেক বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন মা‌ঝি হাছানুল। আজ আলীপুর নিয়ে আসলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী রহিম খান ২০ হাজার টাকা দি‌য়ে মাছটি কিনে নেন।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সামুদ্রিক শোল সচরাচর দেখা যায় না। এটি গভীর সমুদ্রের মাছ। মাছটি নিয়ে গবেষণা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

/এডব্লিউ

Exit mobile version