Site icon Jamuna Television

জাওয়াহিরিকে আশ্রয় দিয়ে দোহা চুক্তির শর্ত ভঙ্গ করেছে তালেবান: হোয়াইট হাউস

আফগানিস্তানে আইমান আল জাওয়াহিরিকে আশ্রয় দিয়ে দোহা চুক্তির শর্ত ভঙ্গ করেছে তালেবান সরকার, এমন দাবি হোয়াইট হাউসের। মঙ্গলবার (২ আগস্ট) মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, আগেই সতর্ক করার পরও শর্ত মানার উদ্যোগ নেয়নি তালেবান সরকার। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি বলেন, জাওয়াহিরি ছিলেন বিশ্বের শীর্ষ সন্ত্রাসীদের একজন। যুক্তরাষ্ট্রের নাগরিক ও জাতীয় নিরাপত্তার জন্য ছিলেন সক্রিয় হুমকি। প্রেসিডেন্ট বাইডেন আগেও বলেছেন, আফগানিস্তানকে সন্ত্রাসীদের স্বর্গরাজ্য বানাতে দেবো না। তালেবান নেতাদের সাথেও আমাদের সরাসরি কথা হয়েছে। জাওয়াহিরি ও তার পরিবার নিয়ে আমাদের অবস্থান স্পষ্টভাবেই জানিয়েছি। এরপরও যেটা হয়েছে তা নিশ্চিতভাবেই দোহা চুক্তির লঙ্ঘন।

/এমএন

Exit mobile version