Site icon Jamuna Television

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলের কালিহাতীতে দু’টি ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক ওই এলাকায় পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ। ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। তাদের সবার বাড়ি দিনাজপুরে। অবশ্য এখনও তাদের নাম-পরিচয় জানা যায়নি। আহত অপর একজনকে টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Exit mobile version