Site icon Jamuna Television

সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফরিদপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে সারের বর্ধিত মূল্য প্রত্যাহার, প্লাস্টিক পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে পাটের বস্তার ব্যবহার ও পাটের মূল্য মণপ্রতি পাঁচ হাজার টাকা করার দাবিতে কমিউনিস্ট পার্টির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (৩ আগস্ট) সকালে শহরের জনতা ব্যাংকের মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সারের দাম কমাতে হবে, কৃষককে বাঁচাতে হবে তাহলে দেশ বাঁচবে। বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতির সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবেশবান্ধব জ্বালানি নীতি অনুসরণ করার আহ্বানও জানান তারা।

কমিউনিস্ট পার্টির সহ-সভাপতি কানাই লাল গাঙ্গুলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অরুন কুমার শীল, সম্পাদক মন্ডলী সদস্য বেলায়েত হোসেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন: বেশি দামে সার বিক্রির অভিযোগে চুয়াডাঙ্গায় দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

ইউএইচ/

Exit mobile version