Site icon Jamuna Television

কাজই আমাকে আনন্দ দেয়, ১০০ বছরের আগে থামব না: আলিয়া

ছবি: সংগৃহীত

সন্তানসম্ভবা আলিয়া। সাধারণত এমন সময় বিশ্রামের প্রয়োজন হয়। কিন্তু সেই সময় কোথায়? কিছু দিন বাদেই ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে তার ওয়েব সিরিজ ‘ডার্লিং’। আর সেই সিরিজের প্রচারণাতেই যেনো ব্যস্ত সময় পার করছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

আলিয়াকে প্রশ্ন করা হয়েছিল, এমন অবস্থায় এতো কাজ করছেন, আপনার ক্লান্ত লাগে না? আলিয়ার স্পষ্ট জবাব, যদি আমি সুস্থ সবল থাকি তবে বিশ্রাম নেয়ার দরকার কী? কাজ করে আমি আনন্দ পাই। কাজ করলেই আমার মন চনমনে থাকে। আমি ১০০ বছর অবধি কাজ করে যেতে চাই।

সন্তান সম্ভাবনার এমন সময় কাজ করে চলেছেন আলিয়া। ধারণা করা হচ্ছে, আগামী দিনের বলিউডের নায়িকাদের জন্য তিনি অনুপ্রেরণা হয়ে থাকবেন। গেল জুন মাসেই মা হওয়ার কথা ঘোষণা করেছিলেন
রণবীর-আলিয়া। আর এতে বেজায় খুশি কাপুর পরিবারের সদস্যরা। এই তারকা দম্পতি এখন হবু সন্তানের প্রতীক্ষায়।

এটিএম/

Exit mobile version