Site icon Jamuna Television

সালমানের দেহরক্ষী হতে চান রাখি সাওয়ান্ত!

ছবি: সংগৃহীত

প্রাণনাশের হুমকি দেয়া হয়েছিল বলিউডের দাবাং খ্যাত সালমান খানকে। এমনকি বাড়িতে বেনামি চিঠিও দেয়া হয়েছে ভাইজানকে। চিঠিতে লেখা ছিল, যেভাবে পঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালাকে খুন করা হয়েছে, সেভাবে প্রাণ হারাবেন সালমান। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সংশয়ে পড়ে যান সালমান ভক্ত সবাই। সংশয়ে সালমান নিজেই।
তাইতো নিরাপত্তার জন্য নিজের কাছে বন্দুক রাখতে চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। আর তাতে সম্মতিও জানিয়েছে প্রশাসন।

এদিকে সালমানের প্রাণনাশের হুমকি পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আরেক সালমান ভক্ত আইটেম গার্ল খ্যাত রাখি সাওয়ান্ত। রাখি তার প্রতিক্রিয়ায় বলেন, সালমান ভাই আপনি টেনশন করবেন না। আমিসহ বলিউডের সবাই আপনার সাথে রয়েছে। এছাড়া দেশবাসী আপনার জন্য প্রার্থনা করছে। আপনার কিছু হবে না।

প্রয়োজনে সালমানের দেহরক্ষী হবেন, এমন কথাও জানান রাখি। তিনি বলেন, আমি ভাইজানের দেহরক্ষী হতে প্রস্তুত। সালমানের সামনে থাকবো। গুলি আগে আমার ওপর চলবে। ভাইকে স্পর্শ করতে পারবে না।

এটিএম/

Exit mobile version