Site icon Jamuna Television

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: এগিয়েছেন আফিফ-রিয়াদ, অবনতি লিটনের

মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন। ছবি: সংগৃহীত

আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়েছেন আফিফ হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দু’টিতে অপরাজিত থেকে ৭৯ রান করেন আফিফ। তাই ব্যাটারদের তালিকায় ক্যারিয়ারসেরা ৪৭১ রেটিং পয়েন্ট নিয়ে আফিফ আছেন ৫৪তম স্থানে।

এক ধাপ এগিয়েছেন বিশ্রাম কাটিয়ে দলে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদের বর্তমান অবস্থান ৪২। তার রেটিং পয়েন্ট ৫০০। জিম্বাবুয়ের সঙ্গে তিন ম্যাচে ৩৩.৬৬ গড়ে ১০১ রান করেও এক ধাপ নিচে নেমেছেন লিটন দাস। ৪৮৬ রেটিং পয়েন্টে তার অবস্থান ৪৯ নম্বরে।

সিরিজ না খেলে অলরাউন্ডারদের তালিকায় ২ নম্বর অবস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। ২৩২ র‍্যাঙ্কিং নিয়ে এই অবস্থান টাইগার তারকার। ২৬৭ র‍্যাঙ্কিং নিয়ে শীর্ষে আফগান তারকা মোহাম্মদ নবী।

আরও পড়ুন: চার-ছয় কোন জায়গা দিয়ে মারতে হবে সেটিই জানে না, খেলোয়াড়দের ধুয়ে দিলেন সুজন

এদিকে দেশ হিসেবে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ভারত। ২৬৯ রেটিং নিয়ে শীর্ষে তারা। ২৬২ রেটিং নিয়ে এই তালিকার দুইয়ে ইংল্যান্ড। তাদের থেকে মাত্র ১ রেটিং কম নিয়ে তিনে আছে পাকিস্তান। আর ২২৬ রেটিং নিয়ে বাংলাদেশ আছে দশম অবস্থানে।

জেডআই/

Exit mobile version