Site icon Jamuna Television

মানিকগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে জেলার ঘিওর উপজেলার পুখুরিয়া স্টোন ব্রিকস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নারী (২৬) ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। রাতে কোনো যানবাহনের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এটিএম/

Exit mobile version