Site icon Jamuna Television

শত্রুতা করে ঘেরে বিষ, নিঃস্ব ঘেরের মালিক

স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ
গোপালগঞ্জে শক্রতা করে ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দূর্বৃত্তরা। এতে ওই ঘেরের মালিক নি:স্ব হয়ে পড়েছে।

আজ বুধবার ভোর রাতে সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বাঘাজুড়ী গ্রামের শংকর বিশ্বাসের মাছের ঘেরে এ ঘটনা ঘটে।

ঘের মালিক শংকর বিশ্বাস জানিয়েছেন, রাতে কে বা কারা আমার মাছের ঘেরে বিষ প্রয়োগ করে পালিয়ে যায়। সকালে প্রতিবেশিরা দেখতে পেয়ে আমাকে খরব দেয়। আমি পুকুরে গিয়ে দেখি মাছ মরে গিয়ে ভেসে ওঠে।

পরে মাছ ধরে অন্য পুকুরে ছাড়লে তা বাঁচাতে পারিনি। এঘটনা আমার ঘেরে রুই, কাতল, তেলাপিয়া, গ্রাসকার্পসহ বিভিন্ন জাতের মাছ মরে প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

সদর থানার উপ-পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম জানান, খবর শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে বিষ প্রয়োগের ফলে ঘেরের সব মাছ মরে গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version