Site icon Jamuna Television

‘অভিযানের নামে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করছে সরকার’

মাদকবিরোধী অভিযানের নামে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করাই সরকারের উদ্দেশ্য। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করা এরইমধ্যে শুরু হয়ে গেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, দেশে আইনের শাসন নেই বলেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলছে। লিস্টেড মূল আসামিদের গ্রেফতার করতে না পারায় সরকারের মাদক বিরোধী অভিযান গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে মন্তব্য করেন তিনি। অবিলম্বে এ অভিযান বন্ধের আহ্বান জানান মওদুদ আহমদ।

Exit mobile version