Site icon Jamuna Television

যুদ্ধ থামাতে চীনের প্রেসিডেন্টের সাথে কথা বলতে চান জেলেনস্কি

ছবি: সংগৃহীত

যুদ্ধ থামাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সরাসরি কথা বলার আগ্রহ প্রকাশ করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেঙ্কি। বৃহস্পতিবার (৪ আগস্ট) চীনা গণমাধ্যমে জেলেনস্কির প্রকাশিত এক সাক্ষাৎকারে এমনটা জানানো হয়। খবর রয়টার্সের।

সাউথ চায়না মর্নিং পোস্টকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, চীনের শক্তিশালী অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব রয়েছে। এ ক্ষেত্রে চীন রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে।

তিনি আরও বলেন, যেহেতু চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য, সেহেতু চীন তার অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে রাশিয়াকে প্রভাবিত করার সক্ষমতা রাখে।

এটিএম/

Exit mobile version