Site icon Jamuna Television

ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার

ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছে বিএনপি। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ হরতাল সন্ধ্যা পর্যন্ত চলার কথা ছিল। তবে জনভোগান্তি বিবেচনায় সকাল-সন্ধ্যার কর্মসূচি আধাবেলা পালনের সিদ্ধান্ত নেয় জেলা বিএনপি। সেই মোতাবেক দুপুর ১২টার দিকে হরতাল প্রত্যাহার করা হয়।

এক সংবাদ সম্মেলন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আধাবেলা হরতাল পালন করেছেন তারা।

এর আগে, জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর ঘটনায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। সকালে থেকেই শহরের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। বিক্ষোভ দেখান শহরজুড়ে। সকালের দোকানপাট খোলেননি ব্যবসায়ীরা, রাস্তায়ও গাড়ি চলাচল কম ছিল।

প্রসঙ্গত, বুধবার রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরে আলম। গত ৩০ জুলাই বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল গ্যাসের মূল্যবৃদ্ধি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সেদিনই আব্দুর রহিম নামের স্থানীয় এক যুবদল নেতা নিহত হন এবং ৬ পুলিশ সদস্যসহ বিএনপির অন্তত ৫০ জন আহত হন।

ইউএইচ/

Exit mobile version