Site icon Jamuna Television

নাটোরের সিংড়ায় বজ্রপাতে নানা-নাতির মৃত্যু

ছবি: প্রতীকী

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের সিংড়ায় মাছ ধরতে গিয়ে জমির শেখ (৭০) ও তার নাতি স্কুলছাত্র পাপ্পু হোসেন (১২) নিহত হয়েছে। বুধবার (৩ আগস্ট) বিকেলে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নানা-নাতি মারা যায়। পরে রাত ১০টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত জমির শেখের ছেলে শামিম হোসেন জানান, তার পিতা জমির শেখ প্রতিদিনের মতো বুধবার বিকেলে জাল দিয়ে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়। সাথে তার আদরের নাতি পাপ্পু হোসেনকে নিয়ে যায়। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাতের অন্ধকার নেমে এলেও তারা বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। এক পর্যায়ে রাত ১০টার দিকে চৌগ্রাম পশ্চিম বিল এলাকা থেকে নানা-নাতির মৃতদেহ পানির ওপর ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

এটিএম/

Exit mobile version