Site icon Jamuna Television

তাইওয়ানে সাইবার হামলা!

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে ত্যাগের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানের প্রতিরক্ষা, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে অজ্ঞাত হ্যাকাররা। এছাড়া, তাইওয়ানের বেশ কয়েকটি প্রত্যন্ত অঞ্চলের ওপর দিয়ে কয়েকটি ড্রোন উড়ে গেছে বলেও সন্দেহ করা হচ্ছে। খবর রিপাবলিক ওয়ার্ল্ডের।  

বৃহস্পতিবার (৪ আগস্ট) তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে রিপাবলিক ওয়ার্ল্ড। 

এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার রাতে স্পিকার ন্যান্সি পেলোসি দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরে কিনমেনের আকাশে কিছু অজ্ঞাত ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা যায়। কিনমেন ডিফেন্স কমান্ডের মেজর জেনারেল চ্যাং জোন সুং বলেন, ড্রোনগুলো রাত ৯টার দিকে জোড়ায় জোড়ায় কিনমেন এলাকায় এসে দু দফা উড়ে গেছে।

/এসএইচ

Exit mobile version