Site icon Jamuna Television

নোয়াখালীতে ৭ মাসে ৩০ ধর্ষণ, ৭ ভুক্তভোগীকে হত্যা: নারী অধিকার জোটের প্রতিবেদন

নোয়াখালী প্রতিনিধি:

‘নারীর প্রতি সহিংসতা রুখে দাও’ এ শ্লোগানে নোয়াখালীতে সাম্প্রতিক নারীর প্রতি সংঘটিত সহিংসতা ও নির্যাতন সংক্রান্ত নাগরিক প্রতিবেদন প্রকাশ করেছে জেলা নারী অধিকার জোট নোয়াখালী।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে গত ৭ মাসে ঘটে যাওয়া নারী নির্যাতনের চিত্র তুলে ধরেন নোয়াখালী নারী অধিকার জোটের আহবায়ক লায়লা পারভীন।

সংগঠনটির দেয়া তথ্য অনুযায়ী, গত জানুয়ারি মাস থেকে জুলাই পর্যন্ত নোয়াখালী জেলায় ৩০টি ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৭ জনকে। যৌতুকের জন্য নির্যাতন, অপহরণ ও বিভিন্ন ঘটনায় ১২ জন নারী হত্যার শিকার হয়েছেন।

নারী নির্যাতন ও প্রতিরোধ বিষয়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা নারী অধিকার জোটের সদস্য নাসিমা মুন্নি, অ্যাডভোকেট কল্পণা রানী, মনোয়ারা বেগম মিনু, ফারজানা তিথি প্রমুখ।

বক্তারা জেলায় সম্প্রতি ঘটে যাওয়া নারী নির্যাতনসহ সকল ধরনের সহিংসতার প্রতিবাদ জানিয়ে এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভুক্তভোগীদের জন্য সুবিচার নিশ্চিতের দাবি জানান।

/এসএইচ

Exit mobile version