Site icon Jamuna Television

ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর অযৌক্তিক: চীনের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। এ সফরকে ঘিরে দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। এবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, পেলোসির এই সফর সম্পূর্ণ অযৌক্তিক। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (৪ আগস্ট) কম্বোডিয়ার নমপেনে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে দায়িত্বজ্ঞানহীন এবং অত্যন্ত অযৌক্তিক হিসেবে অবিহিত করেছেন।

এ সময় ওয়াং বলেন, চীন সংকট এড়াতে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু কোনোভাবেই তার স্বার্থে আঘাত লাগতে দেবে না। এ জন্য চীন বর্তমান এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছে।

এটিএম/

Exit mobile version