Site icon Jamuna Television

পোপের সাথেও দেখা করছে না আর্জেন্টিনা

জেরুজালেম সফর বাতিল করার পর এবার পোপের সাথে সাক্ষাৎ বাতিল করলো আর্জেন্টিনা ফুটবল দল। আজ বুধবার পোপ ফ্রান্সিসের সাথে আর্জেন্টিনা ফুটবল দলের সাথে সাক্ষাৎ পূর্বনির্ধারিত ছিলো। ভ্যাটিকান প্রেস অফিসের পরিচালক গ্রেগ বার্ক এ তথ্য নিশ্চিত করেন।

এ নিয়ে পরিচালক বার্ক এক টুইটে জানান, ‘আর্জেন্টিনা জাতীয় দলের সাথে পোপের নির্ধারিত সাক্ষাত বাতিল করা হয়েছে। আমরা আনন্দের সাথে তাদের কাপ নিয়ে ফিরে আসার অপেক্ষা রইলাম”

তবে জানা যায়, শিডিউল বিপর্যয়ের কারণে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎকারও বাতিল করেছে আর্জেন্টিনা দল, হঠাৎ করেই ইসরায়েলের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল করায় এই শিডিউল বিপর্যয় ঘটে।

পোপ ফ্রান্সিসের জন্ম আর্জেন্টিনার বুয়েন্স এয়ারসে। নিজেও একজন ফুটবল ভক্ত। এমনকি আর্জেন্টিনার ক্লাব সান লোরেনজো দি আলমাগ্রোর সদস্যও তিনি।

Exit mobile version