Site icon Jamuna Television

নাটোরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের গুরুদাসপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কুদ্দুস মোল্লা নামে সত্তোরোর্ধ এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার খাঁমার নাচকৈড় গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কুদ্দুস একই গ্রামের মৃত শমসের মোল্লার ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে একা থাকার সুযোগে আব্দুল কুদ্দুস মোল্লা ২য় শ্রেণি পড়ুয়া এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে গিয়ে কুদ্দুসকে হাতেনাতে ধরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অভিযুক্ত বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে যায়।

আব্দুল মতিন আরও জানান, শিশুটির বাবা কুদ্দুসকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে তাকে গ্রেফতার দেখানো হয়। অভিযুক্ত কুদ্দুসকে আগামীকাল সকালে আদালতে প্রেরণ করা হবে।

এটিএম/

Exit mobile version