Site icon Jamuna Television

কোহলিকে পেছনে ফেলে রোহিতের রেকর্ড

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন ভারতের ব্যাটার রোহিত শর্মা। ভেঙেছেন সতীর্থ ভিরাট কোহলির রেকর্ড।

উইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই কীর্তি গড়েছেন তিনি। এদিন আলজারি যোসেফের করা বলে ১টি ছক্কা মারেন রোহিত। মাত্র ১১ রান করলেও সেই ছক্কাতেই রেকর্ড গড়েন ৩৫ বছর বয়সী এই ব্যাটার। এর আগে কোহলি ও অধিনায়ক রোহিতের ছক্কা হাঁকানোর সংখ্যা ছিল সমান ৫৯টি।

আগামী ৬ আগস্ট উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে ভারত। সেই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে রোহিত শর্মার দলের।

আরও পড়ুন: ‘এবার সাকিব আসেনি, পরেরবার হয়তো নাসুম আসবে না’; বার্লের খোঁচা

বিগত কয়েক বছর ধরেই ফর্মে নেই ভিরাট কোহলি। চলতি ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বিশ্রাম দেয়া হয়েছে সাবেক এই অধিনায়ককে। রাখা হয়নি আসন্ন জিম্বাবুয়ে সফরেও।

জেডআই/

Exit mobile version