Site icon Jamuna Television

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ-মিয়ানমারের সমঝোতা স্মারকে সাক্ষর

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের স্বেচ্ছা প্রত্যাবাসন নিশ্চিত করতে সমঝোতা স্মারকে সাক্ষর করেছে জাতিসংঘ ও মিয়ানমার সরকার।

স্মারকে রোহিঙ্গা জনগোষ্ঠীর স্বাধীন, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযুক্ত পরিস্থিতি তৈরির জন্য অঙ্গীকার করে দু’পক্ষ।

এ লক্ষ্যে সহযোগিতামূলক কাঠামো প্রতিষ্ঠারও ঘোষণা দেয়া হয়। মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের সমন্বয়ক নুট অস্টবি এই সমঝোতাকে ঐতিহাসিক বলে আখ্যা দেন। তিনি বলেন, ৭ লাখের বেশি মানুষকে শুধু নিজ দেশে ফেরত পাঠানোই নয়, বরং তাদের প্রত্যাবাসনের উপযুক্ত অবস্থাও নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি তাদের নিরাপত্তা, কর্মসংস্থান এবং বাসস্থানের বিষয়গুলোও নিশ্চিত করতে হবে বলে জানানো হয়।

Exit mobile version