Site icon Jamuna Television

রাজশাহীতে সিঁড়ির পাশে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকা গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার

রূপালী বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক মর্গে পাঠানো হয়েছে।

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে বাড়ির সিঁড়ির পাশে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকা রূপালী বেগম নামের এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ আগস্ট) সকালে নগরীর ডাশপুকুর ডিসির মোড় এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারনা, রূপালীকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে অথবা তিনি নিজেই হয়তো কোনোভাবে পড়ে গেছেন।

বাড়ির মালিক সূত্রে জানা গেছে, রূপালীর দ্বিতীয় স্বামী হারুন অর রশিদ সৌদি প্রবাসী। মাস চারেক আগে রূপালী বাড়ির দুইতলায় একটি কক্ষ ভাড়া নিয়ে একা থাকতে শুরু করেন।

তিনি আরও জানান, ঘটনার দিন ঘুম থেকে উঠে তারা সিঁড়ির পাশে বিবস্ত্র অবস্থায় রূপালীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

পুলিশ জানিয়েছে, রূপালীর শরীরে পড়ে থেতলে যাওয়ার আঘাত রয়েছে। এটি হত্যা না দুর্ঘটনা তা নিশ্চিত হতে সকল সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ওই বাড়ির তিন ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।

/এসএইচ

Exit mobile version