যুদ্ধ পরিস্থিতির মধ্যে রাশিয়ার সাথে হওয়া চুক্তির অধীনে ইউক্রেন বন্দর থেকে রওয়ানা হয়েছে আরও তিনটি খাদ্যশস্যবাহী জাহাজ। জাহাজ তিনটি স্থানীয় সময় শুক্রবার (৫ আগস্ট) ইউক্রেনের দুটি বন্দর থেকে ছেড়ে গেছে। খবর আলজাজিরার।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দুটি শস্যবাহী জাহাজ ক্রনোমরোস্কো বন্দর থেকে এবং অপরটি ওডেসা বন্দর থেকে যাত্রা শুরু করেছে। জাহাজ তিনটি প্রায় ৫৮ হাজার টন ভুট্টা নিয়ে ইউক্রেন ছেড়েছে।
এর মধ্যে পানামার পতাকাবাহী নাভিস্তার নামের জাহাজটি ৩৩ হাজার টন ভুট্টা নিয়ে আয়ারল্যান্ডের উদ্দেশে ওডেসা থেকে রওনা হয়েছে। অন্যদিকে ক্রনোমরোস্কো বন্দর থেকে ব্রিটেনের উদ্দেশে ১৩ হাজার টন ভুট্টা নিয়ে যাচ্ছে মাল্টার পতাকাবাহী জাহাজ ‘রোজেন’। এছাড়া ১২ হাজার টন ভুট্টা নিয়ে একই বন্দর থেকে তুরস্কের কারাসু বন্দরের উদ্দেশে রওনা হয়েছে তুর্কি পতাকাবাহী জাহাজ পোলারনেট। যুদ্ধ শুরু হওয়ার পর গত ফেব্রুয়ারি থেকেই বন্দরে আটকে ছিল জাহাজগুলো।
এর আগে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর জাতিসঙ্ঘের মধ্যস্ততায় গত সপ্তাহের শুরুতে প্রথম শস্যবাহী জাহাজটি ইউক্রেন ত্যাগ করে। এ যুদ্ধের কারণে বন্দরগুলোতে আটকে পড়েছে প্রায় ২০ মিলিয়ন টন খাদ্যশস্য। এরই মধ্যে কয়েক হাজার টন খাদ্যশস্য রফতানি শুরু হলেও আটকে পড়া শস্যের তুলনায় এগেুলো খুবই ক্ষুদ্র অংশ।
এসজেড/

