তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। খেলতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের জোড়া হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত দলটির সংগ্রহ ৩৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭০ রান।
হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় সোয়া একটায় শুরু হওয়া ম্যাচে ইনিংস উদ্বোধন করতে নামেন তামিম ইকবাল ও লিটন দাস। খেলতে নেমে সাবধানী শুরু করেন এই দুই ওপেনার। প্রথম ৫ ওভারে আসে মাত্র ১৮ রান। তবে আস্তে আস্তে খোলস থেকে বের হতে থাকেন তারা। ২৪তম ওভারেই আসে দলীয় শতক। এর আগেই নিজের অর্ধশতক পূর্ণ করেন তামিম।
এরপর, ২৬তম ওভারে দলীয় ১১৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সিকান্দার রাজার বলে পুল করতে গিয়ে শর্ট থার্ডম্যানে ইনোসেন্ট কাইয়ার হাতে ক্যাচ তুলে দেন তিনি। যাওয়ার আগে ৮৮ বলে করেন ৬২ রান। এরপর থেকে সাবলীল খেলতে থাকেন লিটন ও তিন বছর পর দলে ফেরা এনামুল হক বিজয়। লিটন ৮৮ বলে ৮০ রান করে অপরাজিত আছেন। আর এনামুল ২২ বলে ১৭ রান করে অপরাজিত আছেন।
জিম্বাবুয়ের হয়ে একমাত্র উইকেট নিয়েছেন সিকান্দার রাজা। ৪ ওভারে ২০ রান দিয়েছেন তিনি। উইকেট না পেলেও কিপটে বোলিং করেছেন লুক জংওয়ে। ৫ ওভারে মাত্র ১৫ রান দিয়েছেন তিনি।
জেডআই/

