Site icon Jamuna Television

১০ বছর বিরতির পর আবারও পর্দায় ফিরছেন জেনেলিয়া ডি’সুজা

ছবি: সংগৃহীত

বিয়ের পর কর্মজীবন ক্ষতিগ্রস্ত হয়না তা আরও একবার বুঝিয়ে দিলেন বলিউডের ‘জানে তু ইয়া জানে না’ খ্যাত নায়িকা জেনেলিয়া ডি’সুজা। ২০১২ সালে অভিনেতা রিতেশ দেশমুখের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর অভিনয় জগত থেকে বিরতি নিয়েছিলেন এই অভিনেত্রী। এবার আবারও অভিনয়ে ফেরার ঘোষণার দিয়ে চমকে দিলেন ভক্তদের। খবর আনন্দবাজার পত্রিকার।

জেনেলিয়ার ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০৩ সালে ‘তুঝে মেরি কাসাম’ ছবির মাধ্যমে। এর পর একের পর এক ছবি দিয়ে জয় করেন নেন ভক্তদের হৃদয়। কিন্তু বিয়ের পর পরিবারকে সময় দেবেন বলে লম্বা বিরতি নেন এই নায়িকা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয় জগতে ফিরে আসার কথা জানান তিনি।

জেনেলিয়া বলেন, এখন বলিউডে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে। এছাড়া কাজের ধরনও বদলে গিয়েছে। এই সেই সময় যখন আবার কাজে ফিরতে ভাল লাগবে তার। আর তাই স্বামী রিতেশের সঙ্গেই মারাঠি ছবির মাধ্যমেই অভিনয়ে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। এছাড়া রিতেশ পরিচালিত ‘মিস্টার মামি’ নামের আরেক ছবিতেও দেখা যাবে জেনেলিয়াকে।

এটিএম/

Exit mobile version