Site icon Jamuna Television

নিউইয়র্কে বাংলাদেশি ইমাম হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

নিউইয়র্কে দু’বছর আগে বাংলাদেশি ইমাম আলাউদ্দিন আকঞ্জি ও তার সহযোগী তারা মিয়াকে হত্যার দায়ে হামলাকারী অস্কার মোরেলের যাবজ্জীবন কারাদণ্ড দিলেন, কুইন্স স্টেট সুপ্রিম কোর্ট। তবে, এখনও হত্যার সুর্নিদ্দিষ্ট কারণ স্পষ্ট হয়নি।

স্থানীয় সময় বুধবারের রায়ে বলা হয়, কোন প্যারোলের সুযোগ পাবেন না ৩৭ বছর বয়সী শ্বেতাঙ্গ হত্যাকারী। মাওলানা ও তার সহযোগীর হয়ে, আদালতে লড়াই করা আইনজীবী পিটার লম্প জানান, কোন সুস্পষ্ট বা প্রকাশ্য কারণ নেই হত্যার। কিন্তু, সিসিটিভি’র ফুটেজ, অভিযুক্তের অ্যাপার্টমেন্ট থেকে পাওয়া আগ্নেয়াস্ত্র থেকে প্রমাণিত- সে হত্যাকাণ্ড চালিয়েছে।

অন্যদিকে, মোরেলের আইনজীবী বলেন, উপযুক্ত তথ্য-প্রমাণ ছাড়া তার মক্কেলকে সাজা দেয়া বেআইনি। চূড়ান্ত রায় ঘোষণার আগেও নিজেকে নির্দোষ দাবি করেন, অস্কার মোরেল।

২০১৬ সালের ১৩ আগস্ট, নিউইয়র্কের ওজনপার্ক এলাকায় অভিবাসী দুই বাংলাদেশিকে পেছন থেকে গুলি করা হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান, ৫৫ বছর বয়সী ইমাম আকঞ্জি। গুরুতর আহত ৬৫ বছর বয়স্ক তারা মিয়ার মৃত্যু হয় হাসপাতালে।

Exit mobile version