Site icon Jamuna Television

আবারও নগ্ন ফটোশ্যুটের প্রস্তাব পেলেন রণবীর সিং

ছবি: সংগৃহীত

সম্প্রতি এক ফটোশ্যুট করে অনে আলোচনা-সমালোচনার শিকার হয়েছিলেন রণবীর সিং। সেই রেশ কাটতে না কাটতে আবারও নগ্ন ফটোশ্যুটের প্রস্তাব পেয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রণবীরকে বিবস্ত্র হয়ে ফটোশ্যুটের প্রস্তাব দিয়েছে পিপল ফর দ্য ইথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যাল বা পেটা। এই সংস্থা মূলত পশুপাখির সুরক্ষা নিয়ে কাজ করে। তারা রণবীরকে একটি চিঠির মাধ্যমে প্রস্তাব দিয়েছে।

ওই চিঠিতে লেখা রয়েছে, পেপার ম্যাগাজিনে আপনার নগ্ন ফটোশ্যুট দেখে দারুণ লেগেছে। তাই আমরা চাই, পেটার হয়ে এরকমই একটা ফটোশ্যুট করুন। যেখানে মানুষকে উদ্ভুত করবেন নিরামিষ খাবার খাওয়ার জন্য।

এর আগে পেটা’র জন্য নগ্ন ফটোশুট করেছিলেন হলিউড অভিনেত্রী পামেলা আন্ডারসন। রণবীরের উদ্দেশে দেয়া চিঠির সাথে পামেলার সেই ছবিও যুক্ত দিয়েছে সংস্থাটি। তবে এই প্রস্তাব গ্রহণ করবেন কিনা, সেটা এখনো জানাননি রণবীর।

/এনএএস

Exit mobile version