Site icon Jamuna Television

‘পাকিস্তানের কাছে ১০ উইকেটের হারে ধাক্কা খেয়েছে ভারতের ক্রিকেট’

ছবি: সংগৃহীত

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটের বড় হার ভারতের ক্রিকেটকে বড় এক ধাক্কা দিয়েছে; যার অভিঘাত এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশটি। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ এমন মন্তব্য করেছেন। তার মতে, সেই হারের বদলা এশিয়া কাপেই নিতে চাইবে ভারত।

নিজের ইউটিউব চ্যানেল ‘কট বিহাইন্ডে’ রশিদ লতিফ বলেন, আমি মনে করি না বিশ্বকাপের বিষয়টা তাদের মাথায় আছে, তারা প্রত্যেকটা সিরিজ ধরে পরিকল্পনা করছে। দল ও পরিবর্তন করছে প্রতিনিয়ত, তবে তাদের মূল লক্ষ্য এশিয়া কাপ। পাকিস্তানের বিপক্ষে হারের ক্ষতটা তারা এশিয়া কাপে তুলে নিতে চাইবে। আমিরাতের কন্ডিশন ভারতের পক্ষে কাজ করবে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তারা নিজেদের সবটা উজাড় করে দেবে।

রশিদ লতিফ আরও বলেন, আপনি যত ইচ্ছা সিরিজ খেলতে পারেন। তবে পাক-ভারত ম্যাচের আবেদন রয়েই যাবে। আমি মনে করি, ভারতীয় দল, বোর্ড ও ম্যানেজমেন্ট এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে পূর্ণ মনোযোগই দেবে। তাছাড়া আসরটাই জিততে চাইবে তারা। সব খেলোয়াড়কে যদি পাওয়া যায়, তবে তাদের ফেভারিটই মানতে হবে।

আরও পড়ুন: সিরিয়াল কিলার দম্পতির নামে স্টেডিয়ামের গ্যালারি!

/এম ই

Exit mobile version