Site icon Jamuna Television

আজ আসছে ৪ লাখ ৬৪ হাজার কোটি টাকার বাজেট

দেশের ৪৭-তম বাজেট নিয়ে আজ হাজির হবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হবে বাজেট, যেখানে তুলে ধরা হবে এক বছরের আয়-ব্যয়ের প্রাক্কলন। এটি অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের ১২-তম বাজেট।

বেলা সাড়ে বারোটার দিকে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে টানা দশমবারের মতো বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত। তার প্রথম বাজেটের আকার ছিল মাত্র চার হাজার ৭৩৮ কোটি টাকা। আর ১২-তম বাজেটে মিলিয়ে দেবেন চার লাখ ৬৪ হাজার কোটি টাকার জটিল হিসেব। আশা করা হচ্ছে, উন্নয়ন পদক্ষেপগুলোর ওপর জোর দিয়ে বাজেট উপস্থাপন করবেন মন্ত্রী। গুরুত্ব দেয়া হতে পারে, বিদ্যুৎ, যোগাযোগ, শিক্ষাসহ অবকাঠামোগত উন্নয়নে। এর আগে, নবম বাজেট থেকে তিন ধাপে মোট ১২-বার বাজেট দেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version