Site icon Jamuna Television

বন্ধুর সাথে একই রুমে থাকতেন সৌদিতে, দেশে ফিরে তারই স্ত্রীকে ধর্ষণ!

রাজবাড়ী প্রতিনিধি:

বিদেশে একই রুমে থাকতেন দুই বন্ধু। দেশে ফিরে সেই বন্ধুর স্ত্রী‌কে (২৪)‌ ধর্ষণের অভিযোগ উ‌ঠে‌ছে সবুজ পাঠান নামে এক যুবকের (২৪) বিরু‌দ্ধে।

শুক্রবার (৫ আগস্ট) সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় সবুজ পাঠা‌নের বিরু‌দ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সবুজ সৌদি আরব প্রবাসী। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন।

ওই নারীর অ‌ভি‌যোগ, সবুজ পাঠান গত ২০ জুলাই রাত ১০টার দিকে তা‌দের বাড়িতে যান। সেখানে তাকে জোর করে ধর্ষণ করেন তিনি। একপর্যায়ে তার চিৎকার প্রতিবেশীরা এগিয়ে এলে সবুজ পালিয়ে যান। ঘটনার পর ওই নারী স্বামীসহ পরিবারের অন্যান্যদের সাথে আলোচনা করে রাজবাড়ী থানায় মামলাটি দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই আতিয়ার রহমান জানান, ওই নারীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। এবং একই সাথে আসামি সবুজ পাঠানকে গ্রেফতা‌রে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

/এডব্লিউ

Exit mobile version