Site icon Jamuna Television

ক্যাচ মিসের মাশুল গুনতে হলো ম্যাচ হেরে: তামিম

তামিম ইকবাল। ফাইল ছবি।

জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় স্কোর করেও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। আর এর কারণ হিসেবে বাজে ফিল্ডিং ও ম্যাচ মিসকেই দুষছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেছেন, ম্যাচ হেরেই গুনতে হলো ক্যাচ মিসের মাশুল।

ম্যাচ পরবর্তী আনুষ্ঠানিকতায় পরাজিত অধিনায়ক তামিম ইকবাল বলেন, আমরা জানতাম যে, প্রথম ১০ ওভারে টেস্টের মতো ব্যাট করতে হবে টিকে থাকার জন্য। এরপরেই আপনারা দেখেছেন, উইকেট হয়ে গিয়েছিল সম্পূর্ণ ব্যাটিং উপযোগী। দারুণ কিছু জুটিও হয়েছে তখন। ব্যাটিং বেশ ভালো হয়েছে। কিন্তু সেই ধারাবাহিকতায় থাকেনি ফিল্ডিংয়ে। আমরা লম্বা সময় ধরে ক্যাচ ছেড়েই যাচ্ছি। এর মাশুল আমাদের অনেকবারই গুনতে হয়েছে। আর আজ ছিল তেমনই একদিন।

এই ম্যাচে চোট পেয়েছেন লিটন দাস, মুশফিকুর রহিম ও শরীফুল ইসলাম। দলের ইনজুরি সমস্যা নিয়েও মুখ খেলছেন তামিম। তিনি বলেন, দলের একাধিক খেলোয়াড় ইনিজুরিতে পড়েছে। সেটাও আমাদের জন্য ভালো কোনো খবর নয়। ধারণা করছি, সিরিজের বাইরে চলে গেছে লিটন। মেডিকেল টিমের সাথে কথা বলেই এ বিষয়ে নিশ্চিত হতে পারবো।

আরও পড়ুন: রাজার শক্ত শাসনে হারারেতে হারলো টাইগাররা

/এম ই

Exit mobile version