Site icon Jamuna Television

ইনজুরিতে সিরিজের বাইরে লিটন, এশিয়া কাপ নিয়েও শঙ্কা

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে সিরিজের বাইরে চলে গেছেন টাইগার ওপেনার লিটন দাস। এই সিরিজ তো বটেই, এশিয়া কাপে খেলা নিয়েও শঙ্কায় আছেন লিটন।

বিসিবি সূত্রে জানা গেছে, গ্রেড-টু ইনজুরিতে পড়েছেন লিটন দাস। ফিটনেস ফিতে পেতে তার লেগে যাবে ৩-৪ সপ্তাহ। এশিয়া কাপের আগে শতভাগ ম্যাচ ফিটনেস ফিরে পাবেন কিনা ইনফর্ম এই উইকেটরক্ষক-ব্যাটার, তা নিয়ে রয়ে গেছে শঙ্কা।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুক্রবার (৫ আগস্ট) টস হেরে ওপেনার তামিমের সঙ্গে ব্যাট করতে নামেন লিটন।  দারুণ ব্যাট করে যাচ্ছিলেন তিনি।  সেঞ্চুরির কাছাকাছি যখন পৌঁছেছেন, ৮৯ বলে ৯ বাউন্ডারি ও ১ ছক্কায় ৮১ রানে ব্যাট করার সময় ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। হঠাৎ পায়ে টান পড়লে আর উঠে দাঁড়াতে পারেননি লিটন। স্ট্রেচারে শুয়েই মাঠ ছাড়তে হয়েছে ডানহাতি এই ওপেনারকে।

আরও পড়ুন: ক্যাচ মিসের মাশুল গুনতে হলো ম্যাচ হেরে: তামিম

/এম ই

Exit mobile version