Site icon Jamuna Television

বিসিবির কাছে সাক্ষাৎকার দিতে ঢাকায় স্টিভ রোডস

জাতীয় ক্রিকেট দলের হেড কোচের পদে সাক্ষাৎকার দিতে ঢাকায় এসেছেন ইংলিশ কোচ স্টিভ রোডস। বৃহস্পতিবার দুপুরে বিসিবি সভাপতির সাথে বৈঠক করার কথা রয়েছে তার। সেখানে নিজের কর্ম পরিকল্পনা উপস্থাপনা করতে পারেন তিনি।

হেড কোচ নিয়ে রোডসের সম্ভাবনা থাকলেও এখনই কোনো কিছু চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। আরও কয়েকজনের সাথে কথা বলে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে কোচ চূড়ান্ত করতে চায় বোর্ড। সাবেক এই উইকেট-রক্ষক ব্যাটসম্যান বর্তমানে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সিলেকশন স্কাউট হিসেবে কাজ করছেন।

ইংল্যান্ডের হয়ে ১১ টেস্ট ও ৯ ওয়ানডে খেলা রোডস লম্বা সময় ধরে কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারে কাজ করেছেন। প্রথমে হেড কোচ এবং ২০০৬ সাল থেকে ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত পরিচালক হিসেবে কাজ করেছেন। মাঝে খণ্ডকালীন দায়িত্বে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্বেও ছিলেন রোডস। আর ২০০২ সালে জিম্বাবুয়ে যুব দলের কোচ ছিলেন ৫৩ বছর বয়সী এই কোচ।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version