Site icon Jamuna Television

দিনাজপুরের নবাবগঞ্জে বজ্রপাতে আদিবাসী কৃষকের মৃত্যু

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে বৃষ্টির মধ্যে জমিতে চাষাবাদের সময় বজ্রপাতে রবিন সরেন (৩৮) নামের এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে। নিহত রবিন সরেন ওই এলাকার বাবুরাম সরেনের ছেলে। স্থানীয় গোলাপগঞ্জ ইউনিয়নের চেয়ারপারসন রাশেদুল কবির রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৬ আগষ্ট) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের খটখটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে আমন ক্ষেতে চাষ করার সময় বজ্রাহত হন রবিন।

পরিবারের বরাত দিয়ে চেয়ারপারসন রাশেদুল কবির রাজু জানান, রবিন সরেন বৃষ্টির মধ্যে সকালে স্যালো ইঞ্জিন চালিত পাওয়ার টিলার নিয়ে মাঠে জমিতে চাষ করছিলেন। এসময় হঠাৎ করে বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

এসজেড/

Exit mobile version