
ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম নিহতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে ছাত্রদল। আজ শনিবার (৬ আগস্ট) সকাল ১০টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। অল্প কিছু সময়ে সমাবেশস্থল নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে যায়।
এ সময় দলের নেতারা বলেন, এই সরকার হত্যা-মামলার মধ্য দিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চায়। তবে তাদের সেই পরিকল্পনা সফল হবে না। তীব্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হবে বলেও জানান নেতারা। এ সময় মধ্যরাতে হঠাৎ করেই সব জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার তীব্র সমালোচনা করেন দলের নেতারা।
আরও পড়ুন: জ্বালানির মূল্যবৃদ্ধি: সকাল থেকেই দেশজুড়ে পরিবহন সঙ্কট, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ
জেডআই/
 
				
				
				
 
				
				
			


Leave a reply