Site icon Jamuna Television

বাজেটে যে সকল পণ্যের দাম কমতে পারে

প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের দাম কমতে পারে। এর মধ্যে, আছে ক্যান্সারের মতো মরণব্যাধির ওষুধ। যারা ফ্রিজ কিনতে চান অপেক্ষা করতে পারেন কিছু দিন। কারণ দাম কমতে পারে দেশীয় রেফ্রিজারেটরের। লোহা-ইস্পাত ও ওষুধ শিল্পের কাঁচামালের দাম কমতে পারে। এর বাইরে দাম কমার তালিকায় আছে হাইব্রিড গাড়ি, টায়ার টিউব উৎপাদনের কাঁচামাল, দেশে উৎপাদিত মোটরসাইকেল, হাঁস-মুরগির খাবার, গুঁড়ো দুধ, কম্পিউটার যন্ত্রাংশ ও সফটওয়্যার, মোবাইল ফোনের কাঁচামাল, বলপয়েন্ট কলম, হাতে তৈরি বেকারি সামগ্রী।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version