Site icon Jamuna Television

বাজেটে যে সকল পণ্যের দাম বাড়তে পারে

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রস্তাবিত দেশের ৪৭-তম বাজেটে দাম বাড়তে পারে বেশ কিছু পণ্যের। এর মধ্যে আছে- বিদেশি চকলেট, কফি, আমদানিকৃত বাদাম ও মধু, গ্রিন টি, হেয়ার রিমুভার, অ্যালুমিনিয়াম তার, আলু- ভুট্টা ও গমের স্টার্চ, আসবাবপত্র, অনলাইনে কেনা পণ্য, বিড়ি ও সিগারেট, জর্দা-গুল, সিরামিক বাথটাব, শাওয়ার ট্রে, প্লাস্টিক ব্যাগ, এয়ার ফ্রেশনার, শেভিং ক্রিম ও রেজার, এনার্জি ড্রিংকস।

এর বাইরে, চাল আমদানির ওপর ২৮ শতাংশ শুল্ক পুনর্বহাল করা হয়েছে। কর রেয়াত সুবিধা অব্যাহত থাকবে মোটরসাইকেল উৎপাদন শিল্পে। বিদেশ থেকে স্কুলবাস আনলে দিতে হবে না আমদানি শুল্ক।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version