Site icon Jamuna Television

আখাউড়ায় ৬ পলাতক আসামি আটক

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান পরিচালনাকালে পুলিশ ওয়ারেন্টভুক্ত পলাতক ৬ আসামিকে আটক করেছে। শুক্রবার (৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে আসামিদের আটক করে আখাউড়া থানা পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার ধরখার ইউনিয়নের ঝিকুটিয়া গ্রামের জুনাইদ ভূইয়া (৩০), মনিয়ন্দ গ্রামের সাধন সূত্রধর (৪০), উত্তর ইউনিয়নের রামধন নগর গ্রামের আলমগীর হোসেন (৩০), একই এলাকার আমোদাবাদ গ্রামের জামাল (৪০), আজমপুর গ্রামের আলাল মিয়া (৪৫) এবং দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সোহরাব মিয়া (৩৫)।

আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, আটককৃত ওই ৬ জন বিভিন্ন মামলায় অভিযুক্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাদের শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।
এটিএম/

Exit mobile version