Site icon Jamuna Television

রাজবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ট্রা‌ক চালক

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর-পাংশা ফিলিং স্টেশন এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইউসুফ প্রামানিক (৫০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। শনিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ প্রামানিক ফরিদপুর সদর উপজেলার গোল চত্বর এলাকার হানিফ প্রামানিকের ছেলে।

জানা যায়, ট্রাকটি পাংশা ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বের হওয়ার সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ‌তে মারাত্মক আহত হয় ট্রা‌কের চালক ও বা‌সের দুই যাত্রী। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতা‌লের কর্তব্যরত চিকিৎসক ট্রাকের চালক ইউসুফ প্রামানিককে মৃত ঘোষণা করেন। আহত দুই বাসযাত্রী প্রাথমিক চি‌কিৎসা শে‌ষে বাড়ি ফি‌রে গে‌ছে।

পাংশা হাইওয়ে থানার এসআই মো. সালাউদ্দিন মোল্লা বলেন, বাস ও ট্রাক দুটোই হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। মর‌দে‌হের সুরতহাল শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এটিএম/

Exit mobile version