Site icon Jamuna Television

জিম্বাবুয়ে যাচ্ছেন এবাদত ও নাঈম শেখ

ছবি: সংগৃহীত

দলের সাথে যোগ দিতে আজ (৬ আগস্ট) সন্ধ্যায় জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন পেসার এবাদত হোসেন ও ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। সন্ধ্যা সাড়ে ৭ টায় জিম্বাবুয়ের ফ্লাইটে উঠবেন এই দুই ক্রিকেটার।

লিটন কুমার দাস হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ছিটকে যাওয়ায় দলে ডাক পেয়েছেন ওপেনার নাঈম শেখ। অপরদিকে, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম চোট পাওয়ায় নাঈমের সঙ্গী হচ্ছেন এবাদত হোসেন।

এর আগে, ২০২১ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে সবশেষ ৫০ ওভারের ম্যাচ খেলেন নাঈম। এরপর দলে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি তার। তবে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের দলে ছিলেন না এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার।

আরও পড়ুন: ইনজুরিতে সিরিজের বাইরে লিটন, এশিয়া কাপ নিয়েও শঙ্কা

/এম ই

Exit mobile version