Site icon Jamuna Television

অপহরণের দেড়মাস পর উদ্ধার স্কুলছাত্রী, বাবা-মাসহ অভিযুক্ত যুবক গ্রেফতার

গ্রেফতারকৃত বিশাল ও তার বাবা-মা।

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে র‍্যাব। সেই সাথে অপহরণের দায়ে অভিযুক্ত বিশাল আলী নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। একই মামলায় বিশালের বাবা মাসুদ রানা ও মা মারুফা বেগমকেও গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (৬ আগস্ট) ভোরে সিরাজগঞ্জের মালশাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। একই সময় গ্রেফতার করা হয় অভিযুক্ত বিশাল ও তার বাবা-মা।

র‍্যাব জানায়, গত ২৭ জুন সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ঐ কিশোরী। পরে সে ফিরে না আসলে মেয়েটির বাবা বাদী হয়ে মতিহার থানায় মামলা করেন।

মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা গা ঢাকা দেয় বলে জানায় র‍্যাব। তবে শনিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

এসজেড/

Exit mobile version