Site icon Jamuna Television

বিয়ের পিঁড়িতে হৃত্বিকের সাবেক স্ত্রী সুজান

বেশ কয়েকদিন ধরেই হৃত্বিককে নিয়ে আলোচনায় মুখর বলিপাড়া। অভিনেতা হৃত্বিক রোশনের জীবনে নতুন নারী সারা আজাদ। কিন্তু শুধুই কি হৃত্বিক? এবার তার সাবেক স্ত্রী সুজান প্রেমে পড়েছেন।

বলিউড ভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, অভিনেতা আরসালন গনির প্রেমে হাবুডুবু খাচ্ছেন সুজান। বেশ খোলামেলাভাবেই চলছে তাদের প্রেম। কখনও রেস্তোরাঁয়, কখনও নানা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তারা।

অন্যদিকে হৃত্বিক-সাবাও বিদেশে ছুটি কাটাতে যাচ্ছেন। পরিবারের সাথেও সময় কাটাচ্ছেন। অনেকেরই ধারণা, খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসবেন হৃত্বিক-সাবা। কিন্তু খবর অনুযায়ী, হৃত্বিকের আগেই বিয়ে করতে পারেন সুজান।

সুজানের ঘনিষ্ঠ মহলের দাবি, তারা দুজনেই পরিণত। তারা এক সঙ্গে জীবন কাটাতে চান। বিয়েও করবেন খুব শিগগিরই।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

এটিএম/

Exit mobile version