Site icon Jamuna Television

পেনসিলভানিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ শিশুসহ নিহত ১০

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ শিশুসহ প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৬ আগস্ট) অঙ্গরাজ্যটির প্রত্যন্ত এক এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

পুলিশ জানায়, স্থানীয় সময় ভোররাতের দিকে আগুন লেগে যায় দ্বিতল ভবনটিতে। যা দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ভবনে। সে সময় বাড়িতে অবস্থান করছিলেন ১৩ জন। তিন জন নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলেও আটকা পড়েন বাকি ১০ জন। ভেতরেই দগ্ধ ও শ্বাসরোধ হয়ে প্রাণ হারান তারা। যাদের মধ্যে রয়েছে ৫, ৬ ও ৭ বছর বয়সী তিন শিশু।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে তার আগেই ধ্বংসপ্রাপ্ত হয় পুরো ভবন।

পুলিশ বলছে, নিহতরা কেউ ওই বাড়ির বাসিন্দা নয়। গ্রীষ্মের ছুটি কাটাতে কয়েকজন স্বজন মিলে বেড়াতে গিয়েছিলেন সেখানে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। রহস্য উদঘাটনে চলছে তদন্ত।

এটিএম/

Exit mobile version