Site icon Jamuna Television

কুমিল্লায় মাইক্রোবাসের চাকা বিস্ফোরণে ইঞ্জিনে আগুন লেগে নিহত ১, আহত ৮

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার চান্দিনার কুটুম্বপুর বাস্ট্যান্ড এলাকায় মাইক্রোবাসের চাকা বিস্ফোরিত হয়ে ইঞ্জিনে আগুন লেগে এক নারী যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও ৮ যাত্রী।

জানা গেছে, শনিবার (৬ আগস্ট) সকাল ১১টায় ঢাকা থেকে নোয়াখালীগামী একটি মাইক্রোবাসের চাকা বিস্ফোরিত হয়ে ইঞ্জিনে আগুন লেগে যায়। এ সময় ওই মাইক্রোবাসে থাকা চালকসহ অন্তত ৮ যাত্রী আহত হয়।

পরে খরর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করে। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক ফাতেমা বেগম (৪০) নামে নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন। নিহত ওই নারী ফরিদপুর জেলার বাসিন্দা।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. মনিরুল ইসলাম জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী একটি মাইক্রোবাস কুমিল্লার কুটুম্বপুর বাস্ট্যান্ড এলাকায় পৌঁছালে এর চাকা বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

এটিএম/

Exit mobile version