Site icon Jamuna Television

ঝিনাইদহে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ব্যবসায়ী

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর-চৌগাছার সীমান্তবর্তী কমলাপুর সরদার পাড়া এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ ব্যবসায়ী সাগর মন্ডলকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ আগস্ট) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাগর যশোরের চৌগাছা উপজেলার কামামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া জানান, গাঁজা নিয়ে যাওয়ার সময় কমলাপুর সরদার পাড়া এলাকা থেকে পুলিশ তাকে ৪ কেজি গাঁজাসহ আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃত আসামিকে সকালে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় মাইক্রোবাসের চাকা বিস্ফোরণে ইঞ্জিনে আগুন লেগে নিহত ১, আহত ৮

এটিএম/

Exit mobile version