Site icon Jamuna Television

এক বছরে কৃষকের উৎপাদন খরচ দ্বিগুণ

দীর্ঘ অপেক্ষার পর মাঠে নেমেছে কৃষক। বৃষ্টির অভাবে উত্তরের জেলাগুলোতে সেঁচ দিয়ে চলছে আমনের চাষাবাদ। একদিকে খরা ও বন্যা, তার ওপর জ্বালানি তেল ও সারের দাম বেড়ে যাওয়ায় চাষাবাদ করতে হিমশিম খাচ্ছেন কৃষক। মাত্র এক বছরে আমন আবাদে খরচ বেড়েছে দ্বিগুণ। চাষিরা বলছেন, এ অবস্থা চলতে থাকলে কৃষি উৎপাদন থমকে দাঁড়তে পারে।

এরই মধ্যে কৃষি পণ্যের দাম বাড়ায় অস্থিরতা আরও বেড়েছে। কয়েকদিন আগেই বস্তাপ্রতি ৩০০ টাকা বাড়ানো হয়েছে ইউরিয়া সারের দাম। নতুন করে ডিজেলের দাম বাড়ায় প্রায় দ্বিগুণ হয়েছে হাল ও সেচ খরচ। এতে হিমশিম খাচ্ছেন চাষি।

চাষিরা বলছেন, মাত্র এক বছরের ব্যবধানে দ্বিগুণ হয়েছে ধান উৎপাদনের ব্যয়। তবে সেই তুলনায় ফলনও ভালো হয়নি, পাননি উপযুক্ত দামও। তাদের অভিযোগ, সরকারি প্রণোদনা থেকেও বঞ্চিত তারা।

কয়েক বছর ধরেই ধান উৎপাদনে লোকসানে কৃষক। সবচেয়ে বেশি বেকায়দায় বর্গা চাষিরা। লোকসানে চাষিদের অনেকেই পুঁজি হারিয়ে ছেড়ে দিয়েছেন চাষাবাদ। ঘুরে দাঁড়াতে সহযোগিতা চান তারা।

/এডব্লিউ

Exit mobile version