Site icon Jamuna Television

দক্ষিণাঞ্চলের ১৪ জেলায় জ্বালানি তেল পরিবহন বন্ধ

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো:

জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন ও ট্যাংকলরি ভাড়া না বাড়ানোর প্রতিবাদে ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে খুলনা বিভাগীয় ট্যাংকলড়ি ও জ্বালানি মালিক সমিতি।

ঘোষণা অনুযায়ী, রোববার (৭ আগস্ট) সকাল থেকে ২৪ ঘণ্টার জন্য খুলনার ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের ৪ জেলায় জ্বালানি তেল পরিবহন বন্ধ থাকবে। এই সময়ে ডিপো থেকে তেল উত্তোলন ও বিপণন বন্ধ থাকলেও পাম্প থেকে তেল বিক্রি বন্ধ থাকবে না।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যাংকলড়ি ও জ্বালানি মালিক সমিতির মহাসচিব ফরহাদ হোসেন। তিনি জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। কিন্তু ট্যাংকলড়ির ভাড়া বৃদ্ধি করা হয়নি। সরকার ভাড়া নির্ধারণ করে না দিলে, তাদের পক্ষে ভাড়া বাড়ানো সম্ভব নয়। অথচ এক ট্যাংকলড়ি থেকে তেল নিয়ে নির্ধারিত পাম্পে যেতে আগের তুলনায় খরচ বেড়েছে।

মহাসচিব আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও পাম্প মালিকদের কমিশন বাড়ানো না হওয়ার কারণে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছে।

জেডআই/

Exit mobile version